মিয়ানমার থেকে আমদানি করা চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান এটি।
শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এসব চাল আনা হয়। এমভি গোল্ডেন স্টার জাহাজের মাধ্যমে ২২ হাজার টন আতপচাল এসেছে।
জাহাজ থেকে দ্রুত চাল খালাসের কাজ শুরু করা হবে। তবে আমদানি করা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করা হবে এর আগে।
এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম